বিবিপি নিউজ: ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি লক্ষ্য করতে টহলদারি পথে চিনা সেনা করতে চেয়েছিলেন নজরদারি ঘাঁটি,যা প্রকৃত নিয়ন্ত্রণ রেখারার ভারতীয় অংশে তৈরি করার মতলব করেছিলেন। আর এর জেরেই বাঁধে দু'দেশের মধ্যে সংঘর্ষ। ওই নজরদারি ঘাঁটি তৈরি করতে পারলেই চিনা সেনারা কারাকোরাম পর্বতমালার দিকে ভারতীয় সেনার গতিবিধি লক্ষ্য করা ছাড়াও ডারবুক-শিয়ক-দৌলত বেগ ওল্ডি রোড ধরে ভারতের সামরিক যান চলাচলের খবরও রাখতে পারত তারা।
হিন্দুস্তান টাইমস-এর খবর অনুযায়ী গালওয়ান উপত্যকা সংঘর্ষ নিয়ে চিনের বিদেশমন্ত্রী ওয়্যাং লি-র সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের ফোনালাপে বিষয়টি গুরুত্ব পেলেও আসল কথা হল, সীমান্ত থেকে সেনা সমাগম হালকা করার ছলে প্রকৃত নিয়ন্ত্রণরেখা সীমা পরিবর্তনের ছক কষেছিল পিএলএ। এই প্রক্রিয়ায় ভারতীয় সেনাবাহিনীর পয়েন্ট ১৪ টহলদারি সীমানা নিজেদের কুক্ষিগত করার পরিকল্পনা ঠান্ডা মাথায় ছকেছিল বেজিং। বলা বাহূল্য, এর ফলে ভারতের বড়সড় ক্ষতি হয়ে যেত। তবে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানেরা তাদের প্লানে জল ঢেলে বাঁধা দেয়। এর জের রক্তক্ষরণ সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় ভারতীয় ২০ জওয়ান শহীদ হয়েছেন আর বেশ কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি চিনেরও ৩০ জনের বেশি সেনার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।