ভারতে সঙ্গে শত্রুতার জের, হাড়ে হাড়ে টের পাচ্ছে নেপাল! ১ কেজি নুনের দাম ১০০ টাকা! - BBP NEWS

Breaking

বুধবার, ১ জুলাই, ২০২০

ভারতে সঙ্গে শত্রুতার জের, হাড়ে হাড়ে টের পাচ্ছে নেপাল! ১ কেজি নুনের দাম ১০০ টাকা!


বিবিপি নিউজ: ভারত হাতে নয় পাতে মারছে কথাটা ততটা ভুল নয়। একাধিক চিনা অ্যাপ ব্যান করে ইতিমধ্যেই চিনকে অর্থনৈতিক ভাবে শায়েস্তা করেছেন। এবার সেই তালিকায় নেপাল তবে কোনো অ্যাপ নয়।  চিনের ঘনিষ্ঠ হতে গিয়ে, ভারতের সঙ্গে শত্রুতার জের হাড়ে হাড়ে টের পাচ্ছে নেপাল। ভারত-নেপাল সীমান্ত বন্ধ হওয়ায়, দ্বিপাক্ষিক বাণিজ্যে তার ভালোরকম প্রভাব পড়েছে। শুধু বাণিজ্যিক বা আর্থিক ক্ষতি নয়, এখন রোজের নুন-ভাতের জোগাড় করতে গিয়েও হিমশিম খাচ্ছেন নেপালবাসী। কারন নুন আনতে গিয়ে যে পান্থা ফুরিয়ে যাচ্ছে।

সম্প্রতি নেপাল সরকার নির্দেশিকা জারি করে সে দেশের নাগরিকদের ভারতে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে। একইসঙ্গে ভারতীয়দের জন্যও নেপালের দরজা বন্ধ করা দেওয়া হয়। যার জেরে বাণিজ্য তো শিকেয় উঠেছেই। সেইসঙ্গে সীমান্ত সিল হওয়ায় নেপালে খাদ্যসামগ্রীর দাম এখন আকাশছোঁয়া। নুনের দাম বাড়তে বাড়তে কেজিতে হয়েছে ১০০ টাকা। আবার এক লিটার সরষের তেলের দাম হয়েছে ২৫০ টাকা।
সাধারণ দিনগুলিতে এই হিমালয় দেশ এবং ভারতের মধ্যে ভারতীয় মুদ্রায় প্রায় ৩১ হাজার ৭৮২ কোটি ৬৩ লক্ষ টাকা। সেইসঙ্গে অঘোষিত বাণিজ্যের পরিমাণ ঘোষিত এই বাণিজ্যের ১০ গুণ। একই সঙ্গে ভারতীয় অংশেও নেপালের এই সিদ্ধান্তের যথেষ্ট প্রভাব পড়েছে। নেপাল সীমান্ত সংলগ্ন ভারতীয় অঞ্চলগুলিতে বাণিজ্য এক কথায় লাটে উঠেছে। গোটা বাজার ঝিমোচ্ছে।  

Pages