বিবিপি নিউজ: চীনের রাজধানী বেজিংয়ের কয়েক লাখ মানুষ আবারও লকডাউন’র গেরোয় আটকা পড়েছেন। প্রায় ২ মাস পর নতুন করে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় দেশটির রাজধানী ২৭টি এলাকার মানুষকে বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে বেজিং থেকে ১২০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। ৯ জুলাই পর্যন্ত ট্রেন সার্ভিস অনেক কমিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, রাজধানীর প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ হয়ে গেছে সুইমিং পুল, জিম এবং সহ সবধরনের খেলাধুলো। বুধবার বেজিংয়ে নতুন করে ৩১ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৭।
বিবিসি-র খবর অনুযায়ী, নতুন দফা এই সংক্রমণের আগে টানা ৫৭ দিন ধরে বেজিংয়ের বাসিন্দাদের মধ্যে কোনো করোনা পজিটিভ রোগী পাওয়ানি। ধারণা করা হচ্ছে বেজিংয়ের শিনফানদি নামে বিশাল এক পাইকারি খাদ্যের বাজার থেকে নতুন করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে।