বিবিপি নিউজ: লাদাখে ইন্দো- চায়না সীমান্তে সেনা সংঘর্ষে ২০ জন জওয়ান শহীদ হয়েছেন সোমবার রাতে। এই ঘটনায় ২৪ ঘন্টা পর শহিদ ভারতীয় সেনাদের প্রতি শোক জ্ঞাপন করলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ বুধবার সকালে ট্যুইট করে শোক প্রকাশ করেন তিনি। ট্যুইটারে তিনি লেখেন 'এই সাহস এবং আত্মবলিদান দেশবাসী চিরকাল মনে রাখবে'।
সোমবার রাতে লাদাখের গলওয়ানে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ২০ জন সদস্য। এই খবর প্রকাশের প্রায় ২৪ ঘণ্টা পরে প্রথম কোনও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শোকবার্তা জ্ঞাপন করলেন রাজনাথ সিং। তবে অধিকাংশ কেন্দ্রীয় মন্ত্রী মুখে কুলুপ এঁটেছেন। পাশাপাশি এই ঘটনার পর পর সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।