দাউদাউ করে জ্বলছে অসমের গ্যাসকূপ, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে! - BBP NEWS

Breaking

বুধবার, ১০ জুন, ২০২০

দাউদাউ করে জ্বলছে অসমের গ্যাসকূপ, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে!


বিবিপি নিউজ: বিধ্বংসী আগুনের লেলিহান শিখায় জ্বলছে অসমের তিনসুকিয়ার বাঘজানের গ্যাসকূপ। এখনও পর্যন্ত আগুনে কমপক্ষে ছ'জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার সপ্তাহ সময় লাগবে। এমনটাই জানিয়েছেন অয়েল ইন্ডিয়া লিমিটেড। পরিস্থিতি মোকাবিলার জন্য ভারতীয় বায়ুসেনাকেও স্ট্যান্ড-বাইতে রাখা হয়েছে। ওই কূপের আশেপাশের এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে ইতিমধ্যেই।

অয়েল ইন্ডিয়া লিমিটেড,একটি বিবৃতিতে জানিয়েছেন, তিনসুকিয়ার বাঘজানের গ্যাসকূপের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে চার সপ্তাহ সময় লাগবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে জানিয়েছেন সিঙ্গাপুরের সংস্থার তিন বিশেষজ্ঞ।  ইতিমধ্যেই বিধ্বংসী আগুন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পেট্রোলিয়াম ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে ফোনে কথা বলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আগুন নেভানোর জন্য দ্রুত পদক্ষেপের আর্জি জানান তিনি। 

Pages