বিবিপি নিউজ: সোশ্যাল মিডিয়ায় আলোচিত হরিয়ানায় বিজেপি নেত্রী সোনালি ফোগাতের গ্রেফতারির দাবিতে অবস্থান বিক্ষোভে নামলেন মার্কেট কমিটির কর্মী ও সদস্যরা। এদিন জিন্দের সাচ্চা খেরা গ্রামে অনুষ্ঠিত পঞ্চায়েত মিটিং-এ হুমকি দিয়েছিল যে তাকে গ্রেপ্তার না করা হলে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্না শুরু করবে তারা।
প্রসঙ্গত, গত ৫'ই জুন হরিয়ানায় বিজেপি নেত্রী সোনালি ফোগাট হিশার বালসামাঁদ গ্রামে একটি ক্রয় কেন্দ্রের পরিদর্শনের সময় এক সরকারি আধিকারিককে জুতো পেটা করেন। এই বিষয়ে পুলিশ উভয়ের বিরুদ্ধে ক্রস মামলা করেছে। সোনালি পুলিশকে জানিয়েছেন সরকারি আধিকারিক সুলতান সিংকে তার সাথে খারাপ আচরণ করেছেন,সেই জন্যেই মেজাজ হারিয়ে প্রকাশ্যে নিজের পায়ের জুতো খুলে এলোপাতাড়ি পেটাতে শুরু করেন।
সেই বিষয় নিয়ে সোমবার ১৫'ই জুন কমিটির সম্পাদক সুলতান সিংয়ের সমর্থনে সোনালি ফোগাতের গ্রেফতারির দাবিতে অবস্থান বিক্ষোভের হুমকি দিয়েছেন। এই বিষয়ে ওই মার্কেট কমিটি পূর্ণ তদন্তের দাবি করে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন। এরপরেই হরিয়ানায় সিএম মনোহর লাল খত্তর এবং ডেপুটি সিএম দুশায়ন্ত চৌতলার সাথে সাক্ষাত করবেন বলে জানিয়েছেন মার্কেট কমিটি।