রাজ্য সায় দিলেই চলবে লোকাল ট্রেন! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

রাজ্য সায় দিলেই চলবে লোকাল ট্রেন!



বিবিপি নিউজ: রাজ্যের করোনা পরিস্থিতি বিবেচনা করে ইতিবাচক ইঙ্গিত দিলেই লোকাল ট্রেন পরিষেবা চালু করবেন ভারতীয় রেল। এদিন এমনটাই জানিয়েছেন রেল বোর্ড। কোনও রাজ্য লোকাল ট্রেন ও মেট্রো চালাতে চাইলে,পরিস্থিতি বিচার করে তার অনুমতি দেওয়া হবে। জানিয়ে দিলেন রেলবোর্ডের চেয়ারম্যান। এর থেকে‌ পরিষ্কার রাজ্যকেই ঠিক করতে হবে ট্রেন পরিষেবা চালু করবে কি করবে না।

প্রায় তিন মাসের বেশি সময় ধরে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। একে লকডাউনে ডুবেছে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে ট্রেনে নিত্যদিনের হকারেরা। পাশাপাশি  সরকারি- বেসরকারি সব অফিস খুলে গেছে। কিন্তু ট্রেন না চলায় চরম দুর্ভোগে সাধারন মানুষ। এই অবস্থায় রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে রাজ্যের ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে। ইতিমধ্যেই করোনা পরিস্থিতি ট্রেন চালু হলে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে তা নিয়ে হাওড়া ডিভিশনের উদ্যোগে বিভিন্ন স্টেশনে সার্ভে চালায় হাওড়ার রেলওয়ে সুরক্ষাবাহিনীর আধিকারিকরা।  সোমবার রেলবোর্ডের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বলা  হয়েছে পরিস্থিতি বিবেচনা করেই রাজ্যই সিদ্ধান্ত নেবে ট্রেন কবে থেকে চালানো হবে। 

Pages