বিবিপি নিউজ: করোনা ভাইরাস অতিমারিতে তটস্থ বিশ্ব। পাশাপাশি প্রকৃতির রোষানলে বিধ্বস্ত গোটা দেশ সহ বিশ্ব। বিধ্বংসী আমফানের ঝড় থেকে শুরু করে, ভূমিকম্প,ভূমিধস,বন্যা,দাবানল, গ্যাস বিপর্যয়, নির্সগ-এর দাপটে মূর্ছা গেছে ভারত। করোনা আবহে লকডাউন চলায় গাঁটের কড়ি সব শেষ মধ্যবিত্ত থেকে সাধারণ মানুষের।
কম খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন 👉 7003345558
ওডিশা ও পশ্চিমবঙ্গ বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানের ধ্বংসলীলায় মাথা গোঁজার ঠাঁই টুকু হারিয়েছেন বহু মানুষ। নদী বাঁধ ভেঙে জলমগ্ন বহু এলাকা। নেই পর্যাপ্ত পরিমাণে খাবার। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মতোই তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে RAHEE TVTS. সংস্থা। ফ্যাশান ডিজাইনার অনুশ্রী মালহোত্রা এবং অর্পিতা চক্রবর্তীর প্রচেষ্টায় RAHEE TVTS সংস্থা তৈরি হয়। যারা আমফানে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়েছে।