ব্রেকিং! সুশান্তের মৃত্যুতে জোহর,সলমন খান, একতা কাপুর,সহ আট বলি তারকার বিরুদ্ধে মামলা দায়ের - BBP NEWS

Breaking

বুধবার, ১৭ জুন, ২০২০

ব্রেকিং! সুশান্তের মৃত্যুতে জোহর,সলমন খান, একতা কাপুর,সহ আট বলি তারকার বিরুদ্ধে মামলা দায়ের



বিবিপি নিউজ: বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুত আকষ্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে অনুমান করা হয় তিনি আত্মহত্যা করেছেন। পরে ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ স্পষ্ট হয় গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মত্যা করেন। ৩৪ বছর বয়সী এই প্রতিভাবান অভিনেতার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় সবর হন নেটিজেনেরা। দায়ী করেন বলিউডের একাধিক অভিনেত্র,অভিনেত্রী, পরিচালকদের। 

এবার সেই আগুন আরও ঘি ঢাললেন বিহারের আইনজীবী।  সংবাদ সংস্থা এএনআই এর খবর অনুযায়ী বিহারের মুজফফরপুরে সিজিএম আদালতে করণ জোহর,সলমন খান, একতা কাপুর, সঞ্জয় লীলা বনশালি-সহ আট বলিউড ব্যক্তিত্বের বিরুদ্ধে মামলা দায়ের করলেন সুধীর কুমার ওঝা নামের ওই আইনজীবী। আত্মহত্যায় প্ররোচনা দেওয়া সহ ভারতীয় দণ্ডবিধির ,১০৯,৫০৪,৫০৬ নম্বর ধারায় মামলা দায়ের করেছেন আইনজীবী।

Pages