চীনা সেনাদের সংঘর্ষ শহীদ হলে পশ্চিমবঙ্গের বীরভূমের রাজেশ ওরাং - BBP NEWS

Breaking

বুধবার, ১৭ জুন, ২০২০

চীনা সেনাদের সংঘর্ষ শহীদ হলে পশ্চিমবঙ্গের বীরভূমের রাজেশ ওরাং


বিবিপি নিউজ: ১৯৭৫-এর পর প্রথম বার। ৪৫ বছর বাদে চিনের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন ভারতীয় সেনারা। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় দুই পক্ষের সংঘর্ষে সোমবার (১৫'ই জুন) রাতে প্রাণ হারিয়েছেন এক কম্যান্ডিং অফিসার সহ ২০জন ভারতীয় সেনা। 

 চীনা সেনাদের সংঘর্ষে ২০ জন শহীদ ভারতীয় সেনা জওয়ানদের মধ্যে রয়েছেন বীরভূমের রাজেশ ওরাং(২৬)। তপশিলি উপজাতি ভুক্ত পরিবারের  রাজেশ, সিউড়ি বিদ্যাসাগর কলেজে পড়তে পড়তে সিপাহী পদে যোগদান করে ২০১৫ সালে। বাড়ি- বেলগড়িয়া, পোস্ট অফিস-আমাজোলা পাহাড়ী, গ্রাম পঞ্চায়েত 'ভুতুড়া',থানা- মহম্মদ বাজার। বাড়িতে রয়েছে এক বোন, মা, বাবা। গতকাল বিকেলে এই দুঃসংবাদ আসতেই এলাকায় শোকের ছায়া। আট মাস আগে শেষ বাড়িতে এসেছিলেন। 

Pages