বিবিপি নিউজ: করোনা ভাইরাস মহামারিরতে ভক্তদের কথা মাথায় রেখে আগামী ২৩ জুন পুরীর রথযাত্রায় স্থগিতাদেশ দিলেন দেশের শীর্ষ আদালত। আজ বৃহস্পতিবার পুরীর রথযাত্রায় স্থগিতাদেশ দিয়ে শুনানিতে এমনটা জানাল সুপ্রিম কোর্ট। ২৩ জুনের প্রস্তাবিত রথযাত্রা পিছিয়ে দিতে শীর্ষ আদালতে মামলা দায়ের হয়েছে। সেই মামলার শুনানি এদিন ছিল প্রধান বিচারপতি এসএ বোবদের বেঞ্চে। শুনানিতে প্রধান বিচারপতি বলেছেন, "ভক্তদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত।"
প্রধান বিচারপতি বলেন, "এই করোনা আবহে এত বিপুল সংখ্যক মানুষের জমায়েত অনুমতি দেওয়া যাবে না। যেখানে চিকিৎসকদের অভিমত এখন সামাজিক দূরত্ব বজায় আর শ্বাসপ্রশ্বাসের ড্রপলেট এড়িয়ে চলা বাঞ্ছনীয়। তাই বিপুল জমায়েত এই স্বাস্থ্যবিধি লঙ্ঘন হতে পারে।" নাগরিক নিরাপত্তা ও জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এবছর রথযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হল।