বিবিপি নিউজ: করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। সংক্রমন ঠেকাতে এক পর্যায়ে ব্যার্থ প্রশাসন। এমন পরিস্থিতিতে ফের লকডাউনের পথেই হাঁটছেন তামিলনাড়ুর সরকার। ইতিমধ্যেই রাজ্যের চার জেলায় পুরোপুরি লকডাউন জারি হয়েছে। এই লকডাউন ১৯ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে ।
সোমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানস্বামীর নেতৃত্বে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নামে তামিলনাড়ু সরকার। স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সকল মন্ত্রীর উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় । সংক্রমণ ঠেকাতে ফের চলবে লকডাউন , জরুরি পরিষেবায় ছাড় ও বাকি সব কিছু বন্ধ থাকার নির্দেশ হয়েছে । জেলা গুলিতে গাইডলাইন দিয়ে নির্দেশনা জারি হয়েছে। পাশাপাশি লকডাউন আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছেন মন্ত্রী সভার এক আধিকারিক।