অবিরাম বৃষ্টি,মুম্বাইয়ের পবন হংস শ্মশানে সুশান্তের শেষকৃত্য! - BBP NEWS

Breaking

সোমবার, ১৫ জুন, ২০২০

অবিরাম বৃষ্টি,মুম্বাইয়ের পবন হংস শ্মশানে সুশান্তের শেষকৃত্য!



বিবিপি নিউজ: আজ বিকালে শেষকৃত্য সম্পন্ন করা হল মুম্বাইয়ের পবন হংস শ্মশানে।
শেষকৃত্য উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও পরিজনেরা। পাশাপাশি বলিউডের অভিনেত্রীরাও ছিলেন।

নীল গেঞ্জি পরে মাঝে সুশান্ত সিং রাজপুতের বাবা। 

অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সুশান্তের শেষকৃত্যর আগে তার বাড়িতে।

অভিনেতা রাজকুমার রাও সুশান্তের শেষকৃত্য।

অভিনেত্রী কৃতি শ্যানন।




Pages