রহস্য মৃত্যু বায়ুসেনা জওয়ানের, দেহ মিলল বাথরুমের মেঝেয় - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

রহস্য মৃত্যু বায়ুসেনা জওয়ানের, দেহ মিলল বাথরুমের মেঝেয়


বিবিপি নিউজ: রহস্য মৃত্যু বায়ু সেনা জওয়ানের। ভাড়া বাড়ির বাথরুমের মেঝেতে মিলল নিথর দেহ। ঘটনাটি পশ্চিম বর্ধমানের পানাগড়ে। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য  ছড়িয়েছে কাঁকসা থানা এলাকার হাটতলায়।

মৃত ওই জোয়ানের নাম আশিস কুমার। পানাগড়ে কর্মসূত্রে ভাড়া থাকতেন‌। প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে অফিসে যেতেন। কিন্তু বৃহস্পতিবার সকালে বেলা গড়িয়ে গেলেও  কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। তাঁর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। অথচ ঘরের ভিতরের কোনও শব্দ নেই। তখনই সন্দেহ হয় তাঁদের। এরপরেই বাড়ি মালিক ডাকলে কোনো সাড়াশব্দ না পেয়ে কাঁকসা থানায় খবর দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন পুলিশ কর্মীরা। দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় বাথরুমের মেঝেয় পড়ে আশিসের নিথর দেহ। দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পুলিশ ও বায়ুসেনা তদন্ত শুরু করেছে। 

Pages