বিষাধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

বিষাধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার!


বিবিপি নিউজ: বিষাধর চন্দ্রবোড়া সাপকে উদ্বার করে বন দফতরের হাতে তুলে দিলেন স্থানীয় যুবক। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার বামনগাছি এলাকায়। বারাসত বনদফতর সূত্রে জানা গেছে ওই যুবকের নাম সুমন মন্ডল। আজ সকালে এক বাসিন্দার বাড়িতে সাপটিকে দেখতে পেয়ে সুমনকে খবর দেওয়া হলে। সাপটিকে উদ্ধার করে বন দফতরের কর্মীদের‌ হাতে তুলে দেয়।

Pages