বিবিপি নিউজ: জেড খনিতে ভয়াবহ ধসে মৃত্যু হল কমপক্ষে ১৬২ জন শ্রমিকের। ঘটনাটি মায়ানমারের। আজ বৃহস্পতিবার সকালে ফেসবুক পোস্টে সেদেশের দমকল বাহিনী একথা জানিয়েছেন।
দমকলের তরফে জানানো হয়েছে, উত্তর মায়ানমারের কাছিন রাজ্যের জেড-সমৃদ্ধ পাক্তান এলাকার খনিতে অলঙ্কারে ব্যবহৃত পাথর সংগ্রহ করছিলেন শ্রমিকরা। কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের জেরে ধস নামে। ধসের জেরে খনির মধ্যে মাটি চাপা পড়ে ১৬২ জনের মৃত্যু হয়। এছাড়াও আরও ৫২ জন শ্রমিককে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল বাহিনীর কর্মীরা জানিয়েছেন মোট কতজন খনিতে কাজ করছিলেন এখনও পর্যন্ত জানা যায়নি। এখনও কতজন নিখোঁজের সংখ্যাটা স্পষ্ট নয়। তারইমধ্যে অন্ধকার নেমে আসায় সন্ধ্যা থেকে উদ্ধারকাজ বন্ধ রয়েছে। দমকলের পাশাপাশি সেনা, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং সরকারের অন্যান্য সংস্থাগুলিও উদ্ধারকাজে যুক্ত আছে।