ভারতকে বাহবা জানালেন আমেরিকা! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

ভারতকে বাহবা জানালেন আমেরিকা!


বিবিপি নিউজ: সীমান্তে রক্তক্ষয় সংঘর্ষের ঘটনার পর। চিনা অর্থনীতি একপর্যায়ে মূর্ছা গেছে। ভারতে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ হওয়ার। ভারতের এমন সিদ্ধান্তে বড়সড় ধাক্কা খেল চিন। এরপরেই ভারতের প্রশংসায় পঞ্চমুখ মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও। এমন সিদ্ধান্তে ভারতের একতা ও জাতীয় নিরাপত্তা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

বুধবার, মাইক পম্পেও বলেন যে ভারতের এই পদক্ষেপকে স্বাগত জানাই। প্রসঙ্গত সোমবার রাতে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে চিন। এতে আখেরে ভারতেরই ক্ষতি হবে বলে দাবি করে বেজিং। এই অ্যাপগুলি ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তার স্বার্থের পরিপন্থী বলে জানিয়েছে ভারত। এগুলির মাধ্যমে ইউজারদের ডেটা চিনের হাতে চলে যাচ্ছে, এমনটাই অভিযোগ।  কার্যত ভারতের কথাকেই শিলমোহর দিলেন মার্কিন বিদেশসচিব।  মাইক পম্পেওর মতে এতে ভারতের একতা ও নিরাপত্তা বৃদ্ধি পাবে।  

Pages