বিবিপি নিউজ: গালওয়ান সীমান্তে রক্তক্ষয় সংঘর্ষের ঘটনার পর অবশেষে পরিদর্শনে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ক্ষতিয়ে দেখবেন লাদাখের পরিস্থিতি। কথা বলবেন আহত সেনাদের।
প্রতিরক্ষামন্ত্রী সঙ্গে থাকবেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। জানা গিয়েছে, আগামী শুক্রবার একদিনের সফরে লাদাখ যাবেন প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান।
লাদাখে গিয়ে চিন সীমান্তে মোতায়েন সেনা জওয়ান এবং অফিসারদের সঙ্গে কথা বলবেন প্রতিরক্ষামন্ত্রী সিং৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনের সঙ্গে সংঘর্ষের আবহে পরিস্থিতি ও ফৌজের প্রস্তুতিও খতিয়ে দেখবেন রাজনাথ। সেনাপ্রধান নারাভানে অবশ্য এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার লাদাখ যাচ্ছেন৷ প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে রাজনাথের লাদাখ সফরের উদ্দেশ্য চিনকে প্রচ্ছন্ন হুমকি দেওয়া। দেশের সীমানা নিয়ে নয়াদিল্লি যে আপোস করবে না তা বেজিং-কে স্পষ্ট বুঝিয়ে দিতে চাইছে কেন্দ্র।