বিবিপি নিউজ: গোটা বিশ্বে মারন ভাইরাস করোনায় তটস্থ। দিন দিন বেড়েই চলেছে ভাইরাস সংক্রমণের সংখ্যা। আক্রান্তের দিক দিয়ে চতুর্থ স্থানে রয়েছেন ভারত। তিন মাসের বেশি সময় ধরে চলা লকডাউনে পর। আনলক হতেই এদিকে ওদিকে ছুটছে মানুষ। করোনা পরিস্থিতিতে আটকে গিয়েছে বিয়ে। এমন পরিস্থিতিতে সরকার বিয়ের অনুষ্ঠানের অনুমতি দিলেও তা ৫০ জনের অধিক নয় বলে জানিয়ে দেন। কিন্তু ৫০ জনে কি আর বিয়ে সম্পন্ন হয়। তাই পুলিশকে লুকিয়ে ধুমধাম করে প্রায় শতাধিক মানুষ নিয়ে বিয়ে করতে যান বর। আর এতেই বাঁধে বিধিবাম। পুলিশকে লুকিয়ে বিয়ে করতে গিয়ে পুলিশের হাতেই ধরা পড়েন। আর এর জেরে ৬.২৬ লাখ টাকা জরিমানা করেছেন।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভিলোরা জেলায়। জেলাশাসক সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন। পুলিশের অনুমতি নিয়ে বিয়ে করলেও বিয়ের অনুষ্ঠানে ১১০ জনের বেশি মানুষ উপস্থিত ছিলেন। এরপরেই তাদের মধ্যে একজনের করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। ওই ব্যাক্তির সংস্পর্শে আসা আরও ৫৬ জনকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। আর ৫০ জনের বেশি মানুষ নিয়ে অনুষ্ঠান করার অপরাধে ওই যুবকের বাবাকে ৬ লাখ ২৬ হাজার ৬০০ টাকা কোয়ারেনটাইন খরচ বাবদ জরিমানা করা হয়েছে।