দিঘায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ৭৮০ কিলো ওজনের দানবাকৃতির মাছ - BBP NEWS

Breaking

সোমবার, ২৭ জুলাই, ২০২০

দিঘায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ৭৮০ কিলো ওজনের দানবাকৃতির মাছ


বিবিপি নিউজ: লকডাউনের পর দীঘার সমুদ্রে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল দানবাকৃতির শঙ্কর মাছ। আজ সোমবার সকালে দিঘা মোহনায় বিশাল আকারের চিল শঙ্কর মাছটি ওঠে মৎস্যজীবীদের জালে। মাছটির ওজন ৭৮০ কেজি।

দীঘার মৎস্যজীবীরা জানিয়েছেন, দানবাকৃতির মাছটির ওজন প্রায় ৭৮০ কিলোগ্রাম। মাছটির বাজার মূল্য প্রতি কেজি প্রায় আড়াইশো টাকা। অর্থাৎ সব মিলিয়ে মাছটির দাম লক্ষাধিক টাকা।ওড়িশারএক মৎস্যজীবীর ট্রলারে উঠেছে বিশাল এই মাছটি। দিঘা মোহনার মাছ বাজারে মাছটি তিনি বিক্রি করেন।এ দিন সকালে বিশাল আকারের চিল শঙ্কর মাছ দেখাতে ভিড় জমান স্থানীয় মানুষ ও পর্যটকরা। উৎসুক অনেকেই বিশাল চিল শঙ্করের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। রানাঘাটের এক পাইকারি ব্যবসায়ী এই মাছটি কিনেছেন।  

Pages