চলন্ত টোটোয় ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন চালকের দেহ - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

চলন্ত টোটোয় ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন চালকের দেহ


বিবিপি নিউজ: ভর দুপুরে চলন্ত টোটোয় তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল মালদা শহর। বিষ্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে যায় চালকের দেহ। পুলিশ প্রথমে টোটোর ব্যাটারির বিষ্ফোরণ ভাবলেও বিষ্ফোরণের তীব্রতায় ভাবাচ্ছে পুলিশকে। এর জেরে ঘটনাস্থলে পৌঁছে তদন্তে শুরু করেছে বম্ব স্কোয়াড ও সিআইডি। 

ঘটনাটি ঘটেছে, বুধবার দুপুরে মালদা শহরের বাগবাড়ি বাস্ট্যান্ডের কাছে ঘোড়াপীর এলাকায়। একটি চলন্ত টোটোয় বিস্ফোরণ ঘটে। রাস্তার উপরেই দুমড়ে মুচড়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চালকের দেহাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। বিস্ফোরণের তীব্রতা দেখে সন্দেহ হয় পুলিশ আধিকারিকদের। বম্ব স্কোয়াড ও সিআইডির গোয়েন্দাদের তলব করেন তাঁরা। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রী নয়, কাঠের দরজা-সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে যাচ্ছিল ওই টোটোটি। তখনই সেটিতে বিস্ফোরণ ঘটে। প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হওয়ায় কেঁপে ওঠে গোটা এলাকা। 
পুলিশের মতে, সাধারণ টোটোর ব্যাটির বিস্ফোরণের অভিঘাত এত ভয়াবহ হতে পারে না। টোটোয় সম্ভবত কোনও বিস্ফোরক ছিল। কী ধরণের বিস্ফোরক ছিল তা জানতে সিআইডি ও বম্ব স্কোয়াড কাজ করছে। মৃতের পরিচয় জানা যায়নি। 

Pages