জলের তলায় অসমের ২৫ জেলা, বন্যায় ডুবে মৃত ২৪ - BBP NEWS

Breaking

শুক্রবার, ৩ জুলাই, ২০২০

জলের তলায় অসমের ২৫ জেলা, বন্যায় ডুবে মৃত ২৪


বিবিপি নিউজ: এক নাগাড়ে ভারী বৃষ্টিপাতের জেরে ভয়বহ বন্যার সৃষ্টি হয়েছে উত্তর-পূর্ব ভারতের অসমে। এখনও পর্যন্ত জলে ডুবে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। লাগাতার বৃষ্টিতে রাজ্যের ৩৩ জেলার মধ‌্যে ২৫ জেলা বন্যার জলে প্লাবিত হয়েছে।

 বন্যার জলের লেয়ার বাড়তে থাকায় চিন্তার ভাঁজ পড়েছে। এখনও পর্যন্ত মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার  ডিব্রুগড় জেলার বরপেটা ও গোয়ালপাড়া অঞ্চলের দুই ব্যক্তির। অসমের রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগ জানিয়েছে, বরাক উপত্যকা ছাড়া রাজ্যের ৭২টি রাজস্ব সার্কেলের ২,২০২টি গ্রাম জলের তলায় চলে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৩ লাখের বেশি মানুষ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বরপেটা, দক্ষিণ শালমারা ও নলবাড়ি জেলা। ভিটেছাড়া হয়েছেন প্রায় ২৭,৫০০ বাসিন্দা। তাঁদের ১২টি জেলার ২৭৩টি ত্রাণশিবিরে রাখা হয়েছে। এখনও পর্যন্ত প্লাবনে আটকে পড়া ১০,২০০ জনের বেশি বাসিন্দাকে নৌকায় উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা। নষ্ট হয়েছে রাজ্যের ৮৩,১৬৮ হেক্টেয়ার কৃষি জমি। প্লাবিত হওয়ায় নষ্ট হয়েছে কয়েক কোটি টাকার ফসল। 

Pages