করোনায় আক্রান্ত সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী! - BBP NEWS

Breaking

শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

করোনায় আক্রান্ত সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী!


বিবিপি নিউজ: মারন ভাইরাসে আক্রান্ত হলেন প্রবীণ বাম নেতা শ্যামল চক্রবর্তী। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে উল্টোডাঙার একটি নার্সিংহোমে বুধবার দুপুরে ভর্তি হন।  গত কয়েক দিন ধরে ঘনঘন জ্বর আসছিল শ্যামলের, প্রস্রাব অনিয়মিত হচ্ছিল। সিওপিডি থাকার কারণে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আগেও ওই নার্সিংহোমে চিকিৎসাধীন থেকেছেন তিনি। সেখানে তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। এর পর তাঁকে করোনা টেস্টও করানো হয়। প্রাক্তন পরিবহণ মন্ত্রী তথা সিটু নেতা শ্যামল চক্রবর্তীর করোনা রিপোর্ট পজিটিভ আসে।

শুক্রবার তাঁকে বাসপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। প্রবীণ এই নেতার শ্বাসকষ্ট শুরু হওয়ায় সিপিএম নেতৃত্ব উদ্বেগে। শ্যামলের চেস্ট এক্স-রে হয়েছে। তাঁর এই অসুস্থতার কথা ফেসবুকে এক পোস্টে জানিয়েছিলেন তাঁর মেয়ে অভিনেত্রী উষসী চক্রবর্তী। বাম শিবিরে একের পর এক করোনায় সংক্রমিত হচ্ছেন। শ্রমিক নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অনাদি সাহু ও চিকিৎসক নেতা ফুয়াদ হালিম কোভিডে আক্রান্ত হয়েছেন। অনাদি সাহুর কোভিড পজিটিভ কয়েকদিন আগেই ধরা পড়েছিল। তাঁর স্ত্রী আনবিকা গঙ্গোপাধ্যায়ও করোনা আক্রান্ত।

Pages