বিবিপি নিউজ: ফের টলিপাড়ায় মারন ভাইরাসের থাবা। এবার করোনায় আক্রান্ত হলেন ‘কৃষ্ণকলি’র অশোক অর্থাৎ ভিভান ঘোষ, ‘কনে বউ’-এর মাহি অর্থাৎ নেহা আমনদীপ, ‘সিংহলগ্না’র মেকআপ শিল্পী দীপঙ্কর রায়। তিন জনের করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। এ ছাড়া বিভিন্ন ধারাবাহিকে কর্মরত আরও ১১ জন কলাকুশলী করোনায় সংক্রমিত হয়েছেন।
শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
