বিবিপি নিউজ: ভয়বহ বিষ্ফোরণে কেঁপে উঠল ইরাকের রাজধানী বাগদাদ। এক আন্তর্জাতিক সংবাদ পত্রের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, বাগদাদের একটি অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার ইরাকের ফেডারেল পুলিশের একটি অস্ত্রাগারে ওই বিস্ফোরণ ঘটে।
সে দেশের সেনাবাহিনীর দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে যে, প্রচণ্ড তাপমাত্রা এবং দুর্বল গুদামজাতের কারণেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার সন্ধ্যায় বাগদাদের ওই অঞ্চলে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ওই অস্ত্রাগার সেনা ঘাঁটির একটি অংশ, যা পুলিশ ও প্যারামিলিটারি বাহিনী উভয়ই ব্যবহার করে থাকে।
এর আগে গত বছরের আগস্টেও ওই একই অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় অগ্নিকাণ্ড থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল পুরো বাগদাদ জুড়েই। ওই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও ২৯ জন। তবে রবিবারের বিস্ফোরণের ঘটনায় এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
