ফের বাজ পড়ে মৃত কমপক্ষে ৩৬ জন - BBP NEWS

Breaking

শুক্রবার, ৩ জুলাই, ২০২০

ফের বাজ পড়ে মৃত কমপক্ষে ৩৬ জন


বিবিপি নিউজ: প্রকৃতির রোষানলে পড়ে বেঘোরে প্রাণ হারালেন কমপক্ষে ৩১ জন। ফের বাজ পরে  একাধিক জনের মৃত্যুর খবর সামনে এল। বৃহস্পতিবার বিহারে ৩১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । 

অন্যদিকে উত্তরপ্রদেশেও বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। বিহারের পাটনা, বেগুসরাই, খাগরিয়া, পূর্ণিয়া, ভোজপুর, বৈশালি, সুপৌল জেলায় কড়া সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এই জেলাগুলিতে বজ্রপাতের সঙ্গে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  এর আগে গতমাসের শেষে বিহারে বাজ পড়ে একদিনে 83 জনের মৃত্যু হয়েছিল । উত্তরপ্রদেশ থেকেও ওই একইদিনে একাধিক মৃত্যুর খবর সামনে এসেছিল । দুই রাজ্য মিলিয়ে একদিনে 108 জনের মৃত্যু হয়েছিল সেদিন ।বাজ পড়ে মৃত্যুর ঘটনা দিন দিন বাড়ছে উত্তর ভারতের রাজ্যগুলিতে । 

Pages