বিবিপি নিউজ: সরকারি চাকরির বিভিন্ন পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা আরও ১ বছর বাড়াল ত্রিপুরা সরকার। করোনা পরিস্থিতির কারণেই এমন সিদ্ধান্ত। বর্তমানে সরকারি চাকরিতে আবেদনের জন্য বয়েসের ঊর্ধ্বসীমা ৪০ বছর।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমাদের সরকার বিভিন্ন বিভাগ, TPSC, PSU এবং রাজ্য সরকারি সংস্থার মাধ্যমে বিভিন্ন পদে সরাসরি নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্ব সীমাতে এক বছরের ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুধুমাত্র একবারের জন্য এই ছাড় দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই একটি স্মারকলিপি দেওয়া হবে।’