বিবিপি নিউজ: ১০০ দিন পার করে অবশেষে ফের বঙ্গবাসীর জন্য খুলছে আড্ডার আসর কফি হাউজ। কলেজ স্ট্রিটের স্মৃতি জড়ানো বিল্ডিং এর দরজা ফের খুলছে বাঙালির এক পরসা মন মজাতে। দিন দিন বেড়েই চলেছে মারন ভাইরাস সংক্রমণের সংখ্যা। কিন্তু তাতে কি কাজ না করলে তো পেট শুনবে না। তবে সেই সাধারণ খোলামেলা জীবন নয় বদলে দিয়েছে মানুষের অভ্যাস। তবে দীর্ঘ তিন মাসের বেশি সময় পর অবশেষে আজ বৃহস্পতিবার খুলছে বাঙালির স্মৃতি বিজড়িত কফি হাউজ।
আজ থেকে চালু হলেও, শুধু মাত্র সকাল ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত খোলা থাকবে কফি হাউস। আগত সকলের জন্যেই মাস্ক বাধ্যতামূলক। মাস্ক না পরা থাকলে দেওয়া হবে না কফিও। গত ২১ মার্চ থেকে বন্ধ হয়েছিল কলেজ স্ট্রিট কফি হাউস।বুধবার কলকাতা পুরসভার পক্ষ কফি হাউস জীবাণু মুক্ত করার কাজ করা হয়। তবে আপাতত কফি হাউসের প্রথম তলই খুলছে। ব্যালকনি খোলা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কফি হাউসে কর্মরত ৬০ জন কর্মীর অধিকাংশই বাড়ি ফিরে গিয়েছেন। আপাতত যে ক'জন আছেন, তাঁদের নিয়েই শুরু করা হবে কাজ।