বিবিপি নিউজ: কোটি কোটি টাকা কেলেঙ্কারি নিয়ে চার নৌবাহিনীর অফিসারকে আটক করলেন কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই। পশ্চিমী নৌসেনা কমান্ডে আইটি হার্ডওয়ার পাঠানোর বিনিময়ে ৬ কোটি ৭৬ লক্ষ টাকার ভুয়ো বিল বানানোর অভিযোগে বুধবারই তাঁদের আটক করে সিবিআই।
তদন্তকারী সংস্থার তরফে জানান হয় ক্যাপ্টেন অতুল কুলকার্নি, কমান্ডার মন্দার গোড়বলে, আর পি শর্মা এবং কুলদীপ সিং বাঘেলকে আটক করেছেন তারা। সিবিআই-এর তরফে জারি করা এফআইআর-এ বলা হয়েছে, "এই সকল নৌ অফিসাররা তাঁদের পদের ব্যবহার করে নৌবাহিনীতে প্রতারণা করেছেন। গোপনভাবে সরকারি অর্থ ছিনতাই করে তারা তাঁদের পদের অবমাননা করেছেন।" এফআইআর-এ এও লেখা হয়, "২০১৬ সালে এই বিল পেশ করা হয়। কিন্তু বিলে উল্লিখিত কোনও পণ্য কোথাও পাঠান হয়নি। এই বিলের পক্ষে কোনও যথাযথ নথিও দেওয়া হয়নি।"তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান সিবিআই।
