রাম মন্দিরের পুরোহিত সহ-১৭ জন করোনায় সংক্রমিত! - BBP NEWS

Breaking

শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

রাম মন্দিরের পুরোহিত সহ-১৭ জন করোনায় সংক্রমিত!


বিবিপি নিউজ: ভূমি পুজোর অপেক্ষা আর মাত্র কয়েকটা দিন। এরই আগে করোনায় সংক্রমিত হলেন মন্দিরের এক পুরোহি সহ-১৭ জন করোনা সংক্রমিত হলেন। আগামী সপ্তাহে ভূমিপুজোতে অংশ নেওয়ার কথা ছিল তাদের। পাশাপাশি আরও ১৬ জন নিরাপত্তা কর্মীর করোনা রিপোর্টও পজিটিভ এসেছে।

 আর মাত্র পাঁচদিন পর অর্থাৎ ৫ অগস্ট অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ ৫০ জনেরও বেশি VVIP-র উপস্থিত থাকার কথা। করোনা ভাইরাস ঠেকাতে যাবতীয়  বিধিনিষেধ মেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাম মন্দিরের পুরোহিতরা আগেই জানিয়েছেন, ২০০ জনের বেশি অতিথি থাকবেন না অনুষ্ঠানে। কিন্তু এরই মধ্যে বৃহস্পতিবার করোনা থাবা বসাল সেখানে। এরপরেই এই আশঙ্কার কথাই তুলে ধরে রাম মন্দিরে জাঁকজমকপূর্ণ শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছিল বিভিন্ন মহল।
 

Pages