কুহাদের হাতেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ভরতির নতুন নিয়মাবলী, অপেক্ষায় UGC - BBP NEWS

Breaking

শুক্রবার, ৩ জুলাই, ২০২০

কুহাদের হাতেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ভরতির নতুন নিয়মাবলী, অপেক্ষায় UGC


বিবিপি নিউজ: কুহাদ থেকে রিপোর্ট আসলেই,বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ভরতির নতুন নিয়মাবলী ঘোষণা করবেন ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (UGC). দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ও ভরতি প্রক্রিয়া নিয়ে কিছু দিনের মধ্যেই নতুন নিয়মাবলী প্রকাশ করতে চলেছে বিশ্বভারতী মঞ্জুরি কমিশন। তবে জানা গিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার আগে হরিয়ানা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বাধীন কুহাদ প্যানেলের রিপোর্টের জন্য অপেক্ষা করছে কমিশন। এক আগে অতিমারী আক্রান্ত শিক্ষাবর্ষের নীতি নির্ধারণেও সহায়ক হয়েছিল এই প্যানেলের রিপোর্ট।  সমস্ত দিক বিচার করার পরেই পরীক্ষা সংক্রান্ত মতামত জানাবে কুহাদ প্যানেল। রিপোর্ট পাওয়ার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে UGC।

Pages