বিবিপি নিউজ: করোনা ভাইরাস লকডাউন পরবর্তীতেই শুরু হয়েছে নিউ নরম্যাল। আর নিউ নরম্যালের এক অনন্য সূত্র সৌন্দর্যের আভিজাত্যে রং-তুলির টান আর ক্যামেরার ফ্ল্যাশব্যাক। আর সেই স্বপ্ননগরীর রূপের ঝলকানি আর ক্যামেরার ফ্ল্যাশব্যাক নিয়েই হাজির "ফেস অফ বেঙ্গল"।কে হবে বাংলার সেরা সুন্দরী।চলছে তারই সন্ধান।আগামী ১৭ই জানুয়ারি সন্ধান মিলবে "ফেস অফ বেঙ্গলের"।
রূপের মায়ানগরীর ছত্রে ছত্রে সজ্জিত আগামী ১৭ ই জানুয়ারি অনুষ্ঠিত হবে ফেস অফ বেঙ্গলের গ্র্যান্ড ফিনালে। ওপিসি প্রাইভেট লিমিটেড আয়োজিত এই সুন্দরী প্রতিযোগিতার মূল আকর্ষণ নতুন বছরে ক্যালেন্ডার প্রকাশ। বাংলার সেরা মুখদের নিয়েই গ্র্যান্ড ফিনালেতে প্রকাশিত হবে রূপের আভিজাত্যে ঠাসা এই ক্যালেন্ডার। তার আগে রবিবার বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে উন্মোচিত হলো স্বপ্ন-নগরীর সেই সুন্দরীর মুকুট।
"অতিমারীর প্রকোপের মধ্যেও মোট ১৫ জনকে বেছে নিয়ে চলছে গ্রুমিং পর্ব। অভিনেত্রী পায়েল মুখার্জী, অভিনেতা নীল ভট্টাচার্য্য, বিশিষ্ট মডেল রিচা শর্মা,ও স্টাইলিস্ট জন সেনগুপ্ত মূল পর্বের জন্য প্রতিযোগীদের তৈরী করবেন। এদিন সাংবাদিক বৈঠক শেষে ফেস অফ বেঙ্গলের" মুখ্য আয়োজক বিলকিস পারভিন একথা জানান।


