নাড্ডার কনভয়ে হামলা, বদলি ডায়মন্ড হারবারের পুলিশ সুপার! - BBP NEWS

Breaking

সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

নাড্ডার কনভয়ে হামলা, বদলি ডায়মন্ড হারবারের পুলিশ সুপার!

 


বিবিপি নিউজ: বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ের উপর হামলার পরেই বদলি করা হল ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডেকে। সুপার থেকে ‌অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হল তাঁকে।  হোম গার্ডের এসপি পদে পাঠানো হয়েছে।

আজ সোমবার নবান্ন থেকে জারি করা নির্দেশিকাই এই বদলির কথা জানানো হয়েছে। ডায়মন্ড হারবারের নতুন এসপি হচ্ছেন পুলিশ জেলার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফে এটিকে রুটিন বদলি বলা হলেও জে পি নড্ডার কনভয়ে হামলা চালানোর ঘটনা উঠে আসছে বারবার।

 বিজেপি–র সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা, কৈলাস বিজয়বর্গীয়রা কনভয়ে হামলার ঘটনায়  ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার  ভোলানাথ পান্ডে–সহ তিন আইপিএস অফিসারকে  কেন্দ্রীয় ডেপুটেশন চায় কেন্দ্র সরকার। যা নিয়ে বিতর্ক চলে বহুদিন। যদিও তিনি ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি পদেই ছিলেন। কিন্তু সোমবার নবান্নের তরফ থেকে নতুন নোটিফিকেশনে তাঁকে বদলি করা হল। নবান্নের নতুন নির্দেশিকায় দেখা যাচ্ছে, ডায়মন্ড হারবার পুলিশ জেলার নতুন এসপি হলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি এর আগে বারাসত পুলিশ জেলার এসপি ছিলেন। আর বারাসত পুলিশ জেলার নতুন এসপি হয়েছেন রাজনারায়ণ মুখোপাধ্যায়। তিনি হাওড়া পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার জোন–২ পদে ছিলেন। আর ভোলানাথ পান্ডেকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে এসপি হোম গার্ডে পাঠানো হয়েছে। পাশাপাশি আইজিপি দক্ষিণবঙ্গ আইপিএস অফিসার রাজীব মিশ্রাকে পদোন্নতি করে এডিজিপি দক্ষিণবঙ্গ পদে বসানো হয়েছে।


Pages