বিবিপি নিউজ: করোনা ভাইরাসের জের লকডাউন পরবর্তী সময়ে বিমানের টিকিটের দামে যে ঊর্ধ্ব ও নিম্নসীমা বেঁধে দিয়েছিল কেন্দ্র। এবার সেটিকে ৩০ শতাংশ অবধি বৃদ্ধি করার অনুমতি দেওয়া হল। এর ফলে বিমান টিকিটের দাম বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে। দুই মাস বিমান পরিষেবা বন্ধ করার পর ২৫ মে ২০২০-তে ফের শুরু হয়। তখন থেকেই ঊর্ধ্ব ও নিম্নসীমা বেঁধে দিয়েছিল কেন্দ্র। প্রায় নয় মাস বাদে সেই নিয়ম লঘু করল মোদী সরকার। ৯০-১২০ মিনিটের ফ্লাইটের ক্ষেত্রে ৩৫০০ থেকে ৩৯০০ টাকা করে দেওয়া হয়েছে লোয়ার ক্যাপ। অন্যদিকে টিকিটের সর্বোচ্চ দাম ১০ হাজার থেকে ১৩ হাজার টাকা করে দেওয়া হয়েছে। আপাতত ৮০ শতাংশ প্লেন চালানোর অনুমতি দিয়েছে সরকার।
সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
