তবে কি ভাইরাসের থাবা? তিনদিনে দুশোর বেশি কুকুরের মৃত্যু বাঁকুড়ার বিষ্ণুপুরে - BBP NEWS

Breaking

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

তবে কি ভাইরাসের থাবা? তিনদিনে দুশোর বেশি কুকুরের মৃত্যু বাঁকুড়ার বিষ্ণুপুরে



বিবিপি নিউজ: পথ কুকুরের মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হল বাঁকুড়ার বিষ্ণুপুরে। বিগত ৩ দিনে কমপক্ষে দুশোরও বেশি কুকুরের মৃত্যু হয়েছে। এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়জুড়ে। তবে হুগলির চণ্ডীতলার মতো খাবারে বিষক্রিয়া নয়, বিষ্ণুপুরে কুকুরের মৃত্যু ভাইরাস ঘটিত সংক্রমণের জেরেই। এমনটাই অনুমান করেছেন পশু বিশেষজ্ঞরা। জানা গেছে, গত মঙ্গলবার বিষ্ণুপুর জুড়ে মৃত্যু হয়েছে ৬০টি সারমেয়র। বুধবার সেই সংখ্যা দাঁড়িয়েছে ৯৭–এ। আর বৃহস্পতিবার ৪৫টি কুকুর মারা গিয়েছে। বিষ্ণুপুরের পুর প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় জানান, ইতিমধ্যে জেলা প্রশাসনকে এ ব্যাপারে অবগত করা হয়েছে। মৃত কুকুরগুলি থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করতে পাঠানো হয়েছে কলকাতায়। পশু চিকিৎসকদের অনুমান, ভাইরাস ঘটিত কোনও সংক্রমণের জেরেই এভাবে মৃত্যু হয়েছে পথকুকুরগুলির। তাঁদের মতে, মরশুমের এমন সময় এ ধরণের সংক্রমণ হয়ে থাকে। তবে এ থেকে মানুষ বা অন্য প্রাণীর সংক্রমণ হওয়ার কোনও সম্ভাবনা না থাকায় স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন জানিয়েছেন তাঁরা। এদিকে, জানা গিয়েছে, বিষ্ণুপুর পুরসভার ভাগাড়ে কুকুরগুলির মৃতদেহ সমাহিত করা হচ্ছে।

Pages