পেট্রোপন্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নানুরে মিছিল তৃণমূলের - BBP NEWS

Breaking

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

পেট্রোপন্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নানুরে মিছিল তৃণমূলের

 


বিবিপি নিউজ,রোহিত সেখ,বীরভূম: দেশজুড়ে পেট্রোপন্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। হাতের বাইরে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। যার জন্য আগুন লেগেছে মানুষের হেঁশেলে। আর এই জ্বলন্ত ইস্যুকে ভোটের আগে হাতিয়ার করে রাস্তায় নামল রাজ্যের শাসকদল।

 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রতিবাদ কর্মসূচী করা হয়েছে বলে গতকাল জানান তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্ট্যোপাধ্যায়। আজ সকাল থেকেই দেখা গেল সেই ছবি নানুরের বাসাপাড়া থেকে মিছিল করে। পথ অবরোধ করে  গ্যাসের সিলিন্ডার নিয়ে মিছিল করে। মিছিল শুরু হয় নানুরের বাসাপাড়ায় মোড় থেকে। মিছিলের নেতৃত্বে ছিলেন বীরভূম জেলার পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান সহ অন্যান্য নেতাকর্মীরা। তৃণমূল নেতা কেরিম খান বলেন কেন্দ্র সরকারের চাষীদের উপর নির্ভর ভাবে অত্যাচার,গ্যাস সিলিন্ডার পেট্রোল সমস্ত জিনিস রে আগুন ছোঁয়ার দাম।  তৃনমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশেই আজ থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছি। কেন্দ্র সরকারের এই অমানবিক অত্যাচার এর জন্য সাধারণ মানুষ পথে নেমেছে।

Pages