বিবিপি নিউজ: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের নোটিশের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে কালীঘাটে অভিষেকের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী রুজিরাকে নোটিশ দেয় সিবিআই। কয়লা কাণ্ডে তাঁকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে দেওয়া হয় সেই নোটিশ। কিন্তু নোটিশ দেওয়ার সময় তিনি বাড়িতে ছিলেন না। বাড়ি ফিরলে যেন তিনি ফোনে যোগাযোগ করে— এ কথা জানিয়ে গতকাল সিবিআই আধিকারিকরা ফিরে গিয়েছিলেন। এর পর আজ, সোমবার সিবিআই–কে চিঠি পাঠিয়ে সেই নোটিশের জবাব দিলেন রুজিরা। জানা গিয়েছে, আগামীকাল, ২৩ ফেব্রুয়ারি সিবিআইয়ের সঙ্গে দেখা করার জন্য বলেছেন রুজিরা। চিঠিতে তিনি জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১১টা থেকে ৩টের মধ্যে তাঁর সঙ্গে দেখা করতে পারেন সিবিআই আধিকারিকরা। তাতে তাঁর কোনও আপত্তি নেই।
সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
