বিবিপি নিউজ: দ্বিতীয় পুত্র সন্তানের মা হলেন বলিউডের অভিনেত্রী তথা নবাবপত্নী কারিনা কাপুর খান। আর দাদা হলেন তৈমুর আলি খান। জানা গেছে অভিনেত্রীয গত ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার কথা ছিল। কিন্তু সেই তারিখ পিছিয়ে যায়। চিকিত্সকরা আগেই জানিয়েছিলেন যে কোনও দিনেই সন্তানের মা হতে পারেন তিনি। আজ রবিবার সকালে নবাব পরিবারে আরেক পুত্র সন্তান এল। বৃহস্পতিবার অভিনেত্রীকে দেখতে তাঁর বাড়িতে যান করিনার মা ববিতা কপূর, বোন করিশ্মা কপূর। করিনার বাড়িতে তাঁর মা ববিতা কপূরের যাওয়ার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।করিনার শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়েছিলেন সৈইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খান।
রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
