আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ “চকঠাকুরানী মানুষ মানুষের জন্য” -এর - BBP NEWS

Breaking

সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ “চকঠাকুরানী মানুষ মানুষের জন্য” -এর

 


রোহিত সেখ,বীরভূম: ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা দিবস উপলক্ষে ‛হাওড়া’ থেকে প্রায় ১৬০ কিলোমিটার পথ অতিক্রম করে আসা “চকঠাকুরানী মানুষ মানুষের জন্য” এই স্বেচ্ছাসেবক সংস্থাটি রবিবার কীর্নাহারের মহেশগ্রামে দুঃস্থ পরিবারের কচি-কাঁচা শিশুদের হাতে বই ,খাতা, কলম সহ শিক্ষার প্রয়জনীয় সামগ্রিক তুলে দেন। প্রায় ৫০ টা শিশুদের হাতে তুলে দেন এই সামগ্রিক।খুশি গ্রামের বাচ্চারা ও গ্রামের বাসিন্দারা।


স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য সত্যজিৎ গোড়ানি বলেন আমরা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রায় ৫০ টা শিশুদেরকে খাতা, বই, কলম, পেনসিল সহ একাধিক শিক্ষার ও খাদ্য সহিসামগ্রিক তুলে দিচ্ছি। পাশাপাশি আমরা ৬ টি দুঃস্থ পরিবারের হাতে মুদিখানা দ্রব্য তুলে দিচ্ছি ও ৭ টা পরিবারের হাতে পোশাক সহ মুদিখানা দ্রব্য তুলে দিচ্ছি।গ্রামবাসী পদ্মাবতী মন্ডল জানান আজকে ভাষা দিবস উপলক্ষে যে এতকিছু করবে এত সুন্দর সুন্দর জিনিস দেবে এদের কাছে আমরা কৃতজ্ঞ, ও সকল গ্রামবাসীদের পক্ষ থেকে আমি সাধুবাদ জানাই।

Pages