বিবিপি নিউজ,রোহিত সেখ: রবিবার বোলপুরে বীরভূম জেলা কর্মচারী ফেডারেশনের ডাকে তৃণমূল কংগ্রেস কর্মী সম্মেলন আয়োজিত হয়। সেখানে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের উপস্থিতিতেই সরকারি কর্মচারীদের সামনেই খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে স্লোগান দেওয়া হল। অনুব্রত মন্ডলের সামনে এদিনও স্লোগান দেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক তিনি আরও বলেন চরম খেলা হবে, নকুল দানার খেলা হবে, পগারপার করারও খেলা হবে। রাজনৈতিক স্লোগানের সাথে গলা মেলান সরকারি কর্মচারীরা। যা নিয়ে ইতিমধ্যেই দেখা দিয়েছে বিতর্ক। যদিও এই বিষয়ে অনুব্রত মণ্ডলের সাফাই সরকারি কর্মচারীরা চাকরি করে বাড়ী ফিরবে, অফিসে বসে থাকবে না। আর খেলা সব জায়গায় হবে ঘরেও হবে, ঘরের বাইরে ও হবে। পাশাপাশি এদিন বোলপুর গীতাঞ্জলি সিনেমা কক্ষ গৃহে বীরভূম জেলার সমস্ত মসজিদের মাওলানাদের নিয়ে মিটিং করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ , অসিত মাল। এই নিয়ে বিজেপির বক্তব্য খেলা হবে, আগের পঞ্চায়েতে আমরা খেলা শিখে নিয়েছি এবারে কি করে খেলতে হয় আমরা দেখিয়ে দিবো। হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য মসজিদের মৌলানাদের সঙ্গে আলাদা করে মিটিং করছে।পুরোহিতদের কে নিয়ে আলাদা করে মিটিং করছে তৃণমূল এইসব করে দাঙ্গা জায়গা তৈরি হবে।
সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
Home
জেলা
'খেলা হবে, চরম চরম খেলা হবে,পগারপার করারও খেলা হবে'-বীরভূমে সরকারি কর্মী সম্মেলনে রাজনৈতিক স্লোগান
