বিবিপি নিউজ: মুম্বাইয়ে একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হল দাদরা ও নগর হাভেলির সাংসদ মোহন ডেলকরের মৃতদেহ। জানা গেছে মোহন দাদরা ও নগর হাভেলির সাত বারের সাংসদ ছিলেন৷ সোমবার মুম্বইয়ের মেরিন ড্রাইভের কাছে একটি হোটেলে তাঁর মৃতদেহ উদ্ধার হয়৷ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন ডেলকর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মোহন ডেলকর ২০১৯ সালে কংগ্রেস ছেড়ে নির্দল প্রার্থী হয় ভোটে জিতে সাংসদ হন।
সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
