মৌলালিতে On Duty পুলিশ কর্মী কে বেধড়ক মার বাম কর্মী-সমর্থকদের - BBP NEWS

Breaking

সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

মৌলালিতে On Duty পুলিশ কর্মী কে বেধড়ক মার বাম কর্মী-সমর্থকদের




বিবিপি নিউজ:  ডিউটিরত পুলিশ কর্মী কে বেধড়ক মারধর করলেন বাম কর্মী-সমর্থকেরা। ঘটনাটি ঘটেছে খাস কলকাতায়। কোনোরকম প্রানে বাঁচতে আশ্রয় নেয় পাশ্ববর্তী রেস্তোরাঁয়। ছিঁড়ল পোশাক। 

সোমবার বামকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মৌলালি। সংঘর্ষে জড়াল পুলিশ-DYFI ও SFI, ছিঁড়ল পুলিশের উর্দি। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে এজেসি বোস রোড। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে এসেছে পরিস্থিতি। তবে এখনও থমথমে এলাকা। মইনুলের দেহ মৌলালিতে পৌঁছনোর অপেক্ষায় বাম ছাত্র-যুবরা। DYFI নেতা মইনুল ইসলাম মিদ্দার মৃত্যুর প্রতিবাদে সোমবার এন্টালির দীনেশ মজুমদার ভবনের সামনে জমায়েত করেছিলেন বাম ছাত্র-যুবরা। আচমকাই সেখানে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ছাত্র-যুবরা। অভিযোগ, DYFI কর্মীরা বেধড়ক মারধর করে পুলিশকে। ছিঁড়ে দেওয়া হয় উর্দি। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মৌলালিতে। অবরুদ্ধ হয়ে পড়ে কলকাতার ব্যস্ততম ওই এলাকা। দীর্ঘক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি।

Pages