বাবু মাস্টারের উপর হামলার ঘটনায় গ্রেফতার ২ - BBP NEWS

Breaking

সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

বাবু মাস্টারের উপর হামলার ঘটনায় গ্রেফতার ২



বিবিপি নিউজ: লাউহাটিতে বিজেপি নেতা বাবু মাস্টারের ওপর হামলার ঘটনার ৪৮ ঘন্টায় মধ্যেই গ্রেফতার হল দুই অভিযুক্ত। এদিন পুলিশ মিনাখাঁর একটি ইটভাটা থেকে  দু’‌জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। ধৃত দু’‌জনকে জেরা করে আর কেউ ঘটনার সঙ্গে জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

 সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বসিরহাটের এই ‘দাপুটে’ নেতা। শনিবার বসিরহাটে দলীয় কর্মসূচি সেরে মিনাখাঁয় দিয়ে বাসন্তী হাইওয়ে ধরে  ফিরছিলেন। সেসময় তাঁর গাড়িতে হামলা হয়। এর জেরে গুরুতর জখম অবস্থায় বাবু মাস্টার তথা ফিরোজ কামাল গাজই ও তাঁর গাড়ির চালককে কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয়।পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। বিজেপি নেতার গাড়িটিরও ফরেন্সিক পরীক্ষা হবে। তবে বাবু মাস্টারের পক্ষ থেকে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাবু মাস্টারের গাড়ির চালককে, যিনি এখনও আইসিইউ–তে ভর্তি। পুলিশের কাছে দেওয়া চালকের বয়ান অনুযায়ী, গাড়ি যখন বামনপুকুর খ্রীষ্টানপাড়া মোড়ে এসে পৌঁছয় তখন দেখা যায় রাস্তার পাশে একটি ইটভাটা থেকে কয়েকজন বেরিয়ে আসছেন। চালকের দাবি তিনি ভেবেছিলেন, ইটভাটা থেকে পায়ে হেঁটে শ্রমিকরা রাস্তা পার হতে চাইছে। তাই দেখে চালক গাড়ির গতি ধীরে করে। তখনই দুষ্কৃতীরা হামলা চালায়। প্রাণে বাঁচতে কোনওরকমে গাড়ি নিয়ে এলাকা ছাড়েন চালক।  হাসপাতাল সূত্রে খবর, আহত বিজেপি নেতাকে ডায়াবেটিক ডায়েট দেওয়া হচ্ছে। অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়েছে। তাঁর বাঁ কান ক্ষতিগ্রস্ত হয়েছে। 


Pages