বিবিপি নিউজ: বেফাঁস ও হাস্যকর মন্তব্যে আরও একবার সংবাদ মাধ্যমের লাইমলাইটে চলে আসলেন ত্রিপুরার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এবার সংবাদ মাধ্যমের সামনে দাবি করলেন, নেপাল ও শ্রীলঙ্কাতেও না কি বিজেপির সরকার তৈরি করার চেষ্টা চালাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিপ্লব দেবের এই খুবর মুহুর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা রীতিমতো নেটদুনিয়া হাঁসির খোরাক তৈরি হয়েছে। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিপ্লব বলেন, ‘শুধু ভারতেই নয়, শ্রীলঙ্কা এবং নেপালেও সরকার গড়ার পরিকল্পনা রয়েছে অমিত শাহের। এই পরিকল্পনার কথা খোদ অমিতই তাঁকে জানিয়েছিলেন।’ বিপ্লবের এই মন্তব্যে অস্বস্তি বেড়েছে বিজেপির। রবিবার বিপ্লব বলেন, ‘অমিত শাহ ত্রিপুরা সফরে এসে নেপাল ও শ্রীলঙ্কায় বিজেপি সরকার তৈরির বিষয়ে আলোচনা করে গিয়েছেন। ভারতে সর্বাধিক রাজ্যে ক্ষমতা দখলের পরেই এই পদক্ষেপ করা হবে।’ এই কথা যখন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মুখ থেকে সবাই শুনলেন তখন একে অপরের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন। আসলে কেউ বুঝতে পারছিলেন না শ্রীলঙ্কা–নেপাল ভারতের মধ্যে কবে থেকে এল? ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কথায়, ‘রাজ্যের অতিথি নিবাসে আমরা আলোচনা বসেছিলাম। তখন বিজেপির উত্তর–পূর্বের আঞ্চলিক সম্পাদক অজয় জামওয়াল বলেন, ভারতের প্রায় সব রাজ্যেই সরকার গড়েছে বিজেপি। এই কথার জবাবেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন এখনও শ্রীলঙ্কা এবং নেপাল বাকি। ওই দুই দেশে আমাদের দলকে ছড়িয়ে জিতে সরকার গ়ড়তে হবে।
সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
Home
দেশ
শ্রীলঙ্ক ও নেপালে বিজেপি সরকার গঠনের পরিকল্পনা করছেন অমিত শাহ, হাস্যকর মন্তব্য বিপ্লব দেবের
