তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ওড়িশায় ছয় ঘন্টা বনধ কংগ্রেসের - BBP NEWS

Breaking

সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ওড়িশায় ছয় ঘন্টা বনধ কংগ্রেসের



বিবিপি নিউজ,ওড়িশা: জ্বালানি তেলের দাম দিনের পর দিন বৃদ্ধি পাওয়ায় প্রতিবাদে আজ সোমবার ওড়িশ্যা রাজ্য জুড়ে সকাল থেকে ছয় ঘন্টার বনধ ডাকলেন কংগ্রেসেরা।


  এদিন সকালে ভূবনেশ্বর স্টেশনে দাম বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের কর্মীরা রেল অবরোধ করে বনধ কার্যকর করতে।  আজ ভুবনেশ্বরে পেট্রল ও ডিজেল প্রতি লিটারে 89.69 এবং প্রতি লিটারে 86.47 টাকা।

Pages