আফগানিস্তানে সংঘর্ষে মৃত ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

আফগানিস্তানে সংঘর্ষে মৃত ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি


বিবিপি নিউজ: না ফেরার দেশে চলে গেলেন চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী। নিজের কর্তব্যের প্রতি অবিচল ছিলেন। জিতেছিলেন পুলিৎজার পুরস্কার।

আর সেই পেশার তাগিদেই আফগানিস্তানে গিয়েছিলেন। একের পর এক আপডেট তুলে ধরেছিলেন বিশ্ববাসীর কাছে। তারইমধ্যে কান্দাহারের স্পিন বলডাক জেলায় সংঘর্ষ চলাকালীন মৃত্যু হল সংবাদসংস্থা রয়টার্সের চিত্র সাংবাদিক দানিশে। 




দানিশ সিদ্দিকীর মৃত্যুর খবর জানিয়েছেন ভারতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরদি মামুন্দজাই।শুক্রবার একটি টুইটবার্তায় তিনি বলেন, ‘গত রাতে কান্দাহারে আমার বন্ধু দানিশ সিদ্দিকির মৃত্যুর খবরে আমি শোকাহত। আফগান বাহিনীর ঘেরাটোপে ছিলেন ভারতীয় সাংবাদিক এবং পুলিৎজার পুরস্কারজয়ী। কাবুলে যাওয়ার দু'সপ্তাহ আগে ওঁনার সঙ্গে দেখা করেছিলাম আমি। তাঁর পরিবার এবং রয়টার্সের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ 


Pages