ভেন্টিলেশনে চিকিৎসাধীন তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

ভেন্টিলেশনে চিকিৎসাধীন তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে



বিবিপি নিউজ: গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি সাধন পাণ্ডে। শুক্রবার সন্ধ্যায় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পর তাঁকে ভেন্টিলেশন দেন চিকিৎকসরা। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। পরিবার সূত্রে খবর, কাশি ও ফুসফুসের গুরুতর সংক্রমণে ভুগছিলেন সাধন পাণ্ডে। শুক্রবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থায় আচমকা অবনতি হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ বিধায়ককে।চিকিৎসকরা জানিয়েছেন, সাধন পাণ্ডের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তবে গত কয়েকঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার বেশ কিছুটা উন্নতিও হয়েছে।


Pages