T20 বিশ্বকাপের আগে সস্ত্রীক ওমান সফরে BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলি - BBP NEWS

Breaking

শনিবার, ১৭ জুলাই, ২০২১

T20 বিশ্বকাপের আগে সস্ত্রীক ওমান সফরে BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলি


বিবিপি নিউজ: সস্ত্রীক পশ্চিমের দেশে সফরে গেলে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। এবছর আমীরশাহি এবং ওমানে বসবে এবছর টি-২০ বিশ্বকাপের আসর। তার আগে বিশ্বকাপের প্রস্তুতি, পরিকাঠামোগত সুবিধা-অসুবিধা সমস্ত দিক খতিয়ে দেখতে সস্ত্রীক ওমান সফরে গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ। জীবনে এই প্রথমবার ওমানে পা রেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সাথে এই সফরের সঙ্গী হয়েছেন তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলি।


  শুক্রবার ওমানে একাধিক বৈঠক সেরেছেন সৌরভ। ওমানের ক্রিকেট মাঠ দেখে যারপরনাই খুশি সৌরভ। সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়েছেন সৌরভ। ওমানে একাধিক বৈঠক শেষে সৌরভ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে সৌরভ ছাড়াও রয়েছেন বোর্ড সচিব জয় শাহ এবং আইসিসি ও ওমান ক্রিকেট বোর্ডের একাধিক কর্তা। তাঁদের সাথে রয়েছে টি-২০ বিশ্বকাপের ট্রফিটি। ছবিটিতে সৌরভ লিখেছেন, 'প্রথমবার বিশ্বকাপের ম্যাচ হবে ওমানে। এখানকার মাঠটি দুর্দান্ত । ওমানে এই প্রথম এলাম।' ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর টি-২০ বিশ্বকাপ আয়োজিত হবে আরব আমিরশাহি ও ওমানে।

Pages