Corona third wave: বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ছাড়াল - BBP NEWS

Breaking

শনিবার, ১৭ জুলাই, ২০২১

Corona third wave: বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ছাড়াল



বিবিপি নিউজ: মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৮ হাজার ৬৩৬ জন মারা গেছেন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় ২০০। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪০ লাখ ৯১ হাজার ৪৭১ জনে পৌঁছেছে। একই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৮ হাজার ৯০৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে দেড় হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ১৯ কোটি ২ লাখ ৬৬ হাজার ২৪৯ জনে দাঁড়িয়েছে। করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিশ্ব জুড়ে।



ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। এ সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২০৫ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার মানুষ। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৭ লাখ ৮০ হাজার ৮০৩ জন এবং মৃত্যু হয়েছে ৭১ হাজার ৩৯৭ জনের। এদিকে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৯ লাখ ২৬ হাজার ৯৮২ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ২৪ হাজার ৬০৬ জন মারা গেছেন। ব্রাজিলে করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৪৫০ জন মারা গেছেন এবং নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৫৯১ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৯৩ লাখ ৮ হাজার ১০৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৪০ হাজার ৫০০ জনের।


করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে এবং মৃতের সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬০ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ১১২ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১০ লাখ ৬৩ হাজার ৯৮৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ১৩ হাজার ১২৩ জন।


এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১১ হাজার ৪৫১ জন, রাশিয়ায় এক লাখ ৪৬ হাজার ৮৬৮ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৮ হাজার ৬৪২ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৮৫১ জন, তুরস্কে ৫০ হাজার ৪৫০ জন, স্পেনে ৮১ হাজার ৯৬ জন, জার্মানিতে ৯১ হাজার ৮৭৮ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩৫ হাজার ৭৪০ জন মারা গেছেন।


Pages