মালদ্বীপে বিকিনিতে ঝড় তুললেন ঝুমা বৌদি, ছ্যাঁকা দিলেন দেওরদের - BBP NEWS

Breaking

বুধবার, ২৫ আগস্ট, ২০২১

মালদ্বীপে বিকিনিতে ঝড় তুললেন ঝুমা বৌদি, ছ্যাঁকা দিলেন দেওরদের

 


বিবিপি নিউজ: ভোজপুরী অভিনেত্রী অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসা। দর্শকদের কাছে তিনি ঝুমা বৌদি নামে বেশ পরিচিত।


স্বামী তথা ভোজপুরী অভিনেতা বিক্রম সিং রাজপুতের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন তিনি। সেখান থেকে একের পর এক ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। কখনও নীল আবার কখনও আকাশী বিকিনিতে সামাজিক মাধ্যমে উষ্ণতার পারদ চড়াচ্ছেন মোনালিসা।

মালদ্বীপের মনোরম আবহাওয়াকে উপভোগ করতে দেখা যাচ্ছে নায়িকাকে। মালদ্বীপের হোটেলের পুলের ধারে একাধিক লাস্যময়ী ফটোশ্যুট করেছেন তিনি। স্বামীর সঙ্গে ফ্লোটিং ব্রেকফাস্ট করতে দেখা যায় ঝুমা বৌদিকে। মোনালিসা ঝড়ে ঘুম উঠেছে নেটিজেনদের।



ব্যস্ত জীবন থেকে সময় বের করে একটু রিল্যাক্স মুডে দেখা গেছে ভোজপুরী নায়িকাকে। কোনো ছবিতে জলে পা ভেজানো আবার পুলের ধারে শুয়ে পোজ দিয়েছেন মোনালিসা।


শরীর থেকে ঠিকরে পড়ছে গ্ল্যামার। দুপুর ঠাকুরপোদের মনে এখনও ঝড় তুলে চলেছেন তাদের প্রিয় ঝুমা বৌদি।

টলিউড ইন্ডাস্ট্রিতে ‘দুপুর ঠাকুরপো’-র দ্বিতীয় সিজেনে ‘ঝুমা বৌদি’ হিসেবে জনপ্রিয় মোনালিসা। তার রূপে ঘায়েল ভক্তরা। 

Pages